বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বাবার কথায় কারাতে গেমে পরীক্ষা দিয়েছিল স্বর্ণপদক জয়ী নাইম

শনিবার, এপ্রিল ১০, ২০২১
বাবার কথায় কারাতে গেমে পরীক্ষা দিয়েছিল স্বর্ণপদক জয়ী নাইম

সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা: বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জর্জিস আনোয়ার নাইম। নাইম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী। নাইমের গ্রামের বাড়ি বগুড়ার জেলার শাহজাহানপুর থানায়। এর পূর্বে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করেই স্বর্ণপদক পেয়েছিল জবির এ মেধাবী শিক্ষার্থী।

২০১২ সালে মাত্র দশ বছর বয়সে বিকেএসপিতে চান্স পায় জর্জিস আনোয়ার নাইম। ক্রিকেটে ভর্তি হবার ইচ্ছা থাকলেও বাবার কথামতো কারাতে গেমে পরীক্ষা দিয়েছিল নাইম। এরপর থেকেই ধারাবাহিকভাবে কারাতে গেমে ভালো ফলাফল অর্জন করতে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ কৃতি শিক্ষার্থী। বিকেএসপির হয়ে অনেক জুনিয়র খেলা ও আমন্ত্রণমূলক  ইন্টারন্যাশনাল খেলায় স্বর্ণপদক জয় করেছে নাইম। বিকেএসপির দুই বারের সেরা খেলোয়াড়ের কৃতিত্ব অর্জন করেছে তরুণ এ কারাতে প্রতিযোগী। এছাড়াও নেপালে একবার ও ভারতে দুইবার স্বর্ণপদক অর্জন করেছে সে। 

কারাতে খেলায় আসার কথা সম্পর্কে নাইম বলেন, ২০১২ সালে বিকেএসপিতে চান্স পাই। স্বাভাবিকভাবেই বাকি সবার মত আমারও ইচ্ছা ছিল ক্রিকেটে ভর্তি হবার। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে অন্যকিছু লিখে রেখেছেন। এরপর পরীক্ষা দিতে চেয়েছিলাম ব্যাডমিন্টনে। কিন্তু কোচ না থাকায় ব্যাডমিন্টন এর পরীক্ষা হয়নি। তাই আব্বু বলল কারাতে গেমে একটি পরীক্ষা দিতে। তখন আব্বুর কথামতো পরীক্ষা দিয়েছি কারাতে গেমে। পরীক্ষা দিতে গিয়ে আমার বেসিক কোচ সোলায়মান সেন্সি আমাকে পছন্দ করেন। তারপর ক্যাম্প ভর্তি। শুরু হয়ে যায় কারাতে যুদ্ধ।

নাইম বলেন, তারপর আস্তে আস্তে বিকেএসপির হয়ে এক এক কওে গেম খেলি এবং আল্লাহর রহমতে ভালো ফলাফল অর্জন করি। কখনো অনুশীলন মিস দেইনি। কারণ মনে স্বপ্ন ছিল একদিন জাতীয় পর্যায়ের একজন খেলোয়াড় হতে হবে। এছাড়াও নিজের ক্যারিয়ারের পেছনে কোচদের স্নেহ, ভালোবাসা ও আন্তরিক ভূমিকার কথা জানিয়েছেন নাইম। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো বিকেএসপির কোচ সোলায়মান সেন্সি, আশরাফুল সেন্সি, মুন সেন্সি, আনসারের কোচ জসিম সেন্সি, ওস্তাদ রমজান।

কারাতে নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নাইম জানান, ‘আমি দেশকে ভালো কিছু উপহার দিতে চাই। এজন্য শুধু কষ্ট করতে চাই। বাকিটা উপরওয়ালার ইচ্ছা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, বঙ্গবন্ধু গেমসে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রিয়া ও নাইম স্বর্ণপদক অর্জন করেছে। নিঃসন্দেহে এটি বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। এজন্য আমরা আনন্দিত। তাদের সবরকম সহযোগিতায় আমরা পাশে থাকব।

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল