মোঃ রাকিব হোসেন, বরগুনা প্রতিনিধি:
বরগুনা পৌর শহরে মাছ বাজারে মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা থেকে ৮০০ টাকা কেজি দরে। অন্য দিনের তুলনায় দাম কম থাকায় ক্রেতারা ভিড় জমান সেখানে। মঙ্গলবার (২৬ জুলাই) রাত সাড়ে আটটার দিকে বরগুনা পৌর মাছ বাজারে এমন চিত্র দেখা গেছে।
ইলিশ বিক্রেতা ফোরকান সাংবাদিকদের জানান, পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা, মহিপুর থেকে বিকেলে কয়েক মণ মাছ বিক্রি জন্য এই বাজারে নিয়ে এসেছি। স্থানীয় বাজারের দামের তুলনায় মহিপুরে ইলিশের দাম কিছুটা কম থাকায় ক্রেতারা ভিড় জমাচ্ছেন।
আমারা বরগুনা পৌর শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করে সবার দৃষ্টি আকর্ষণ করেছি। প্রতি পিস ৫০০ থেকে ৬০০ গ্রাম ইলিশের দাম নির্ধারণ করেছি ৭০০ টাকা কেজি এবং ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ বিক্রি করছি ৮০০ টাকা কেজি দরে। ক্রেতারা খুশিতে মাছ নিচ্ছেন। সবগুলো ইলিশ বিক্রি হওয়ার আগ পর্যন্ত এভাবেই মাইকিং করে বিক্রি করব।
ইমরান নামে এক ক্রেতা বলেন, বাজারের তুলনায় এই ইলিশের দাম একটু কম থাকায় আমি তিন কেজি ইলিশ মাছ কিনেছি। মাছগুলো তাজা মনে হচ্ছে। আরেক ক্রেতা বলেন, শুনলাম মাইকিং করে ইলিশ বিক্রি হচ্ছে। তাই এই সুযোগে ইলিশ কিনতে চলে আসলাম। ইলিশ ভালো হলে কিনব।
সময় জার্নাল/এলআর