এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজিগঞ্জ বাজারে প্রায় ৮০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চরহাজিগঞ্জ বাজার থেকে ছোট-বড় প্রায় ৮০টি অবৈধ স্থাপনা দখলমুক্ত করেন ভ্রাম্যমাণ আদালত।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম এর নেতৃত্ব মঙ্গলবার দুপুরে অভিযানটি পরিচালিত হয়।
জানা যায় , উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ বাজার সংলগ্ন চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৩শতাংশ জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যবসায়ী উক্ত জায়গা দখল করে দোকান পাট নির্মাণ করে ভাড়াঁ দিয়ে আসছিলেন। ফলে ৫০ বছর আগে নির্মিত স্কুলের শহীদ মিনারটি দখলদারদের মাঝে হারিয়ে যায়।
এদিকে দখলদারদের স্থায়ী ও অস্থায়ী স্থপনা ৫ দফায় নোটিশ দিয়েও সরানো যায়নি। পরে দখলদারদের ২৫ জুলাই এর মধ্যে তাদের সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত নোটিশ দেন উপজেলা প্রশাসন।
চুড়ান্ত নোটিশ দেওয়ার পরের দিন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্কবেটর (বেকু) দিয়ে অবৈধ স্থাপনা গুরিয়ে দেন।
এব্যাপারে চর হাজিগঞ্জ হাট-বাজার ইজারাদার (ইঞ্জিঃ) নিজাম উদ্দিন জানান, বিদ্যালয়ের খেলার মাঠ ও পুরোনো শহীদ মিনারটি উদ্ধার হওয়ায় আমি অত্যন্ত খুশি। হাজিগঞ্জ বাজারের আরেক ব্যবসায়ী আলী প্রামানিক বলেন, আমাদের পূর্বপুরুষ বিদ্যালয়টি নির্মাণের জন্য ২ একর জায়গা দান করেছিলেন। কিছু জায়গা বেদখল হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম আজ উদ্ধার হওয়ায় আমি খুশি।
সময় জার্নাল/এলআর