মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর ৪টি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ওয়ার্ডগুলো হলো, সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, কোম্পানিগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, বেগমগঞ্জের দূর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ও চাটখিলের পরকোট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ।
বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে ৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ৯টার দিকে কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, দিনের শুরুতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তবে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
ভোট দিতে সাহাব উদ্দিন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে তিনি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। ভোট কেন্দ্রের পরিবেশ নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। ওই কেন্দ্রে ভোট দিতে আসা সত্তরোর্ধ্ব বৃদ্ধ আবুল হাসেমও একই কথা বলেন।
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। ৪টি ওয়ার্ডের ৪টি কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
সময় জার্নাল/এলআর