জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৪০ জন শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় কয়লা উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করা হয়।
খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান, গত ২৮শে জুলাই ২৯২ জন চীনা ও ১৩ জন বাংলাদেশি শ্রমিকের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছিল। এর মধ্যে ৩৪ জন চীনা ও ছয়জন বাংলাদেশি শ্রমিকের রিপোর্ট পজিটিভ আসে। এরপর কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তাছাড়া ভূগর্ভে বিভিন্ন সমস্যার কারণেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশি শ্রমিকদের খনির বাইরে রাখা হয়েছে। তারা করোনামুক্ত হলে খনিতে প্রবেশ করানো হবে। যারা আক্রান্ত নন, তাদের দিয়ে কয়লা উত্তোলনের কূপের উন্নয়ন কাজ করানো হচ্ছে।
এমআই