ইসাহাক আলী, নাটোর:
বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদত পলক বলেছেন, দেশ আজ ডিজিটাল সেবায় সমৃদ্ধ। দেশের মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বসে দুই হাজারেরও বেশি সেবা পাচ্ছেন। মানুষ দোড় গোড়ায় সেবা পাওয়ায় তাদের কষ্ট করে
শহরে যেতে হয় না। সারা দেশের ৪ হাজার ৫শ ইউনিয়ন সেন্টারসহ ৮ হাজার ৩৬৩টি ডিজিটাল সেন্টারে হাইস্পিড লাইনের আওতায় আনা হয়েছে। এখানে ১৭ হাজার তরুণ তরুনী জনগনকে সেবা দিচ্ছেন। যেই সেবা জনগন পাচ্ছেন কোন ধরনের দূর্ণীতি ছাড়া। এছাড়া সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন। রাস্তা ঘাট ব্রীজসহ বিল ও হাওর অঞ্চলের উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আজ দুপুরে সিংড়া শহর রক্ষা বাঁধ উদ্বোধনের পর সিংড়া গোডাউন মাঠে এক জনসমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী এনামুল হক শামিম। অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন পানি উন্নয়ন বোর্ডের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহুরুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।
পানি উন্নয়ন বোর্ড়ের সূত্র জানায় , ৪৮ লাখ টাকা ব্যয়ে সিংড়া শহর রক্ষা , ১৬ কিলো মিটার নদী খনন ও নজরুল, রবীন্দ্র ও জীবনানন্দদাস সরোবরের উদ্বোধন করা হয়।
এমআই