এম.পলাশ শরীফ, বাগেরহাটঃ বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষক রাজু মোল্লা (২৮)এর ৩শ’ ফলন্ত করলা গাছ শত্রুতাবসত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে, উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের বলইবুনিয়া গ্রামে শুক্রবার রাতে। ক্ষতিগ্রস্ত কৃষক রাজু মোল্লা জানান, সাড়ে ৪ হাজার টাকার বেতনে মসজিদে ইমামতি করে সংসার চলে না। তাই ১৫/২০ বছর ধরে কৃষি কাজ করে বৃদ্ধ অসুস্থ পিতা মাতাসহ পরিবারের ৫ জনের ভরন পোষন জোগান দিয়ে কোনমতে দিনকাটছিলো সবকিছু শেষ করে দিলো প্রতিপক্ষরা এ কেমন নির্মম শত্রুতা? পিতার ভিটায় ১০ কাটা ক্ষেতে এবারে করলা চাষ করে ভাল ফলন পেয়েছি। চাচাতো ভাইদের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে কৃষক ধারনা করছেন।
গত এক সপ্তাহ পূর্বে ৩৭ কেজি করলা বাজারে বিক্রি করেছি। চলতি মৌসুমে দুই মাসে ৪০/৫০ হাজার টাকা বিক্রি হতো করলা। কিভাবে সংসার চলবে দুশ্চিন্তায় হিমসিম খেতে হচ্ছে। ঘটনাটি ইউপি চেয়ারম্যান ও মেম্বারকে জানানো হয়েছে। এদিকে স্থানীয় গ্রামবাসিরা ঘটনাটি তদন্ত পূর্বক দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী খান বলেন, কৃষক রাজু মোল্লা তার করলা ক্ষেতে বিনষ্টের ঘটনাটি অমানবিক হয়েছে। বিষয়টি তাৎক্ষনিক শুনে ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে সরেজমিনে পাঠানো
হয়েছে।
এমআই