সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক: বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন ক্যাম্পের (কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় এবং নোয়াখালী জেলার ভাসানচরে স্থাপিত ক্যাম্প) জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ইউএনএইচসিআর থেকে অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে।১. পদের নাম: রেফারেল কো-অর্ডিনেটরপদসংখ্যা: ১যোগ্যতা: এমবিবিএস পাস, বিএমডিসির নিবন্ধন করা। সরকারি/ বেসরকারি/ আন্তর্জাতিক সংস্থায় সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, এ ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। স্বাস্থ্যকেন্দ্র পরিচালনায় অভিজ্ঞ, বৈদেশিক প্রশিক্ষণ, আন্তর্জাতিক সংস্থায় এ বিষয়ে অভিজ্ঞাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন: সাকল্যে মাসিক বেতন ১,৫০,০০০ টাকা
ছবি: শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া
বয়সসীমা
আবেদনকারীর বয়স ২০২২ সালের ৩১ জুলাই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
নির্ধারিত ফরমে আবেদনপত্র শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০ টাকার ডাকটিকিট সংবলিত ফেরত খাম (প্রার্থীর বর্তমান ঠিকানাসহ) সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও অস্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও জন্মতারিখ, মুঠোফোন নম্বর উল্লেখ করতে হবে। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার সনদ, জন্মনিবন্ধন/ জাতীয় পরিচয়পত্র, ইউপি চেয়ারম্যান/ পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়ন করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। চাকরির নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করা যাবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, মোটেল রোড, কক্সবাজার।
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২২।
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল