নিজস্ব প্রতিবেদক:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের উদ্যোগে 'ইত্তেহাদ পত্রিকার প্রগতিশীল সাংবাদিকতা ও আজকের গণমাধ্যম' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ আগস্ট) সকাল ১১.৩০ মিনিটে ড্যাফোডিল স্মার্ট সিটির প্রফেসর আমিনুল ইসলাম সেমিনার হলে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি ও গবেষক এবং দ্য ডেইলি স্টার বাংলার সহসম্পাদক জনাব ইমরান মাহফুজ।
এসময় উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান আফতাব হোসেন ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
দেশভাগ-পূর্ব সাংবাদিকতার ইতিহাসে আবুল মনসুর আহমদ কর্তৃক সম্পাদিত ইত্তেহাদ পত্রিকার প্রগতিশীল চিন্তাচেতনার সাথে বর্তমানকালে প্রচলিত গণমাধ্যমের তুলনামূলক চিত্র নানান ঘটনাপ্রবাহের মাধ্যমে উঠে আসে আলোচনায়।
সভাশেষে আলোচকের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন এবং সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
সময় জার্নাল/এমআই