নিজস্ব প্রতিনিধি:
এক ইন্টার্ন চিকিৎসকের ওপর শহীদ মিনারে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে আজও কর্মবিরতি পালন করছেন ঢামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল (বৃহস্পতিবার) দুপুর ১২টা থেকে তারা কর্মবিরতি শুরু করেন।
কর্মবিরতির বিষয়টি করেছেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ঢামেক শাখার সভাপতি ডা. মো. মহিউদ্দিন জিলানী।
বৃহস্পতিবার তিনি বলেন, আমাদের আল্টিমেটাম ছিল ৪৮ ঘণ্টার। আজ দুপুর ১২টায় শেষ হয়েছে। এর আগ পর্যন্ত কাউকে শনাক্ত ও বিচারের আওতায় আনতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাই আমরা দুপুর ১২টা থেকে কর্মবিরতি পালন করছি।
এক বিজ্ঞপ্তিতে ইচিপের ঢামেক নেতারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র সম্প্রতি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. মো. সাজ্জাদ হোসেনের ওপর বর্বরোচিত হামলা করে। এর ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো কোনো অপরাধী শনাক্ত না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করবেন।
সময় জার্নাল/এলআর