সময় জার্নাল ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) হলেন মোঃ রেজাউল করিম।
রোববার (১১ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম এফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসর গমনের সুবিধার্থে মহাপরিচালক (যুগ্মসচিব) ডিজিটাল নিরাপত্তা এজেন্সি তথ্য ও যোগাযোগ বিভাগের মোঃ রেজাউল করিমকে বদলি পূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) পদে নিয়োগ করা হয়েছে।
সময় জার্নাল/এমআই