আজাহারুল ইসলাম, ইবি সংবাদদাতা: জাতীয় শোক দিবস ২০২২ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) অসহায় ও দুঃস্থদের খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পৃথকভাবে শতাধিক করে খাবার বিতরণ করেছে কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদ ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়াও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচির উদ্ধোধন করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
অন্যদিকে বেলা ১২টার দিকে ক্যাম্পাস পার্শ¦বর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধশত খাবার বিতরণ করেছে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট।
জানা গেছে, সোমবার সকাল পৌনে ১০ টায় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে শোক র্যালি বের হয়ে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বেলা সাড়ে ১২টার দিকে বিশ^বিদ্যালয় ক্লাবে দেড় শতাধিক অসহায় ও দুঃস্থের মাঝে খাবার বিতরণ করে কেন্দ্র ঘোষিত বঙ্গবন্ধু পরিষদ। এসময় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মাসহ শিক্ষক-কর্মকর্তারা-কর্মচারীরা উপস্থিত
ছিলেন।
এরপর দুপুর একটায় শাখা ছাত্রলীগের আয়োজনে সংগঠনটির দলীয় টেন্টে খাবার বিতরণ করা হয়। এতে ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরেফিন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডল, পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. সাজ্জাদ হোসেন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দীকি আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বেলা সাড়ে ১২ টার দিকে ক্যাম্পাস পাশ^বর্তী পদমদী প্রতিবন্ধী এতিমখানায় অর্ধশত খাবার বিতরণ করেছে বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিট। এসময় সংগঠনটির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, সহ-সভাপতি প্রফেসর ড. মাহবুবর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. শেলীনা নাসরিন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বাদ জোহর বিশ^বিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে দোয়া- মোনাজাত ও বাদ আসর শাখা ছাত্রলীগের আয়োজনে দোয়া-মোনাজান অনুষ্ঠিত হয়।
এমআই