মো. রুবায়েত রশীদ, নিটার:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ ১৫ আগস্ট বাদ যোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয় ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে।
এর আগে সকাল থেকেই নিটারে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা এবং সাথে উত্তলন করা হয় শোকবার্তা বাহক কালো পতাকা। বেলা সাড়ে ১২ টার দিকে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হন নিটারের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণ। তখন সেখানে সকলে কালোব্যাজ ধারন করেন।
এরপর, নিটার কেন্দ্রীয় জামে মসজিদে যোহরের নামাজ আদায় করেন। নামাজ শেষে ১৫ আগষ্টের নিহতদের স্মরনে কোরআন থেকে সুরেলা কণ্ঠে সূরা ইয়াসিন তেলওয়াত করেন নিটারের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেব। অতঃপর সমবেত কণ্ঠে সূরা ফাতিহা, সূরা ইখলাস ও দুরূদে ইব্রাহিম পাঠ করেন উপস্থিত সকলে। সবশেষে, সকলে সমবেত হয়ে ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। এবং নিটার কতৃপক্ষ কতৃক উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
এমআই