অর্পণ ধর, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত বৃহত্তর চট্রগ্রামের ( চট্রগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) আঞ্চলিক ভাষাভাষী শিক্ষার্থীদের নিয়ে গঠিত বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির ২০২২-২৩ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আশরাফুল ইসলামকে সভাপতি ও তথ্য এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। রবিবার সন্ধ্যায় সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক মিলনায়তনে সমিতির বার্ষিক সভা এবং নির্বাচন অনুষ্ঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শাহরিয়ার ইমন, তারেক আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ. রাশেদ মোঃ. জাহেদ, তামারা তাসনুভা, সাংগঠনিক সম্পাদক এইচ. এম রিয়াজ, আকবর হোসেন, নাবিল ওয়ালিদ, আবু তালেব, মোহাম্মদ ফয়সাল, কেফায়েত উল্লাহ, তুষার আব্দুর নুর, সায়েদ ইবনে আজাদ, কে. এস. কে. হৃদয়, মিনহাজ উদ্দিন, জাহেদ মনজুর, তানভীর চৌধুরী, মোহাম্মদ সোহেল, কে. এম সাকিব, অর্থ সম্পাদক ইকরাম উল্যাহ, সহ- অর্থ সম্পাদক মিনহাজ উদ্দিন, হাসান বিন ওমর, মিঠু নন্দী, আবরার রাফি, মোঃ ইউসুফ।
প্রচার সম্পাদক রাফিজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক অর্পণ ধর, সাইফুল সাব্বির, আবদুর রশিদ, সাজ্জাদ হোসাইন, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক মাহফুজুল ইসলাম, লোকমান হাবিব, মুশফিকুর ইসলাম, মোঃ ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুন, সহ-সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, এরশাদ, রায়হান উদ্দিন, এনায়েত উল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক পিয়াল, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ, শাহাদাত হোসেন, রানা রায়, আজিজুল হক।
সংগঠনটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জাওয়াদ রাফসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজম্যান্ট বিভাগের অধ্যাপক ড.খালিদ আলম ও ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসীম উদ্দিন ।
উল্লেখ্য, চট্রগ্রাম বিভাগ থেকে আসা চট্টগ্রাম ভাষাভাষী শিক্ষার্থীদের নিয়ে ১৯৯১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বৃহত্তর চট্রগ্রাম ছাত্র সমিতি’ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর চট্টগ্রামের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।
এমআই