আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি: বিএনপি জামাত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদের মূলোৎপাটনের দাবিতে কালো পতাকা প্রদর্শন করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগ।
বুধবার দুপুর ২ টায় মিছিলটি ক্যাম্পাসে অবস্থিত ছাত্রলীগের দলীয় টেন্ট থেকে শুরু হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
নেতাদের মধ্যে সংগঠনটির সহ-সভাপতি তন্ময় সাহা টনি, আল-মামুন, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, বনি আমিন, সানজিদা চৌধুরী অন্তরা, মৃদুল হাসান রাব্বি, নাইমুর রহমান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান শিশির, মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর বিপক্ষে স্বাধীনতা বিরোধী শক্তি দেশ বিরোধী চক্রান্ত করছে। সেই চক্রান্ত মোকাবেলায় স্বাধীনতা বিরোধী শক্তির দাঁতভাঙা জবাব দিতে রাজপথে আমরা সবসময় প্রস্তুত আছি।’
এমআই