আন্তর্জাতিক ডেস্ক : প্রানঘাতী করোনার ছোবলে টালমাটাল পুরো বিশ্ব। ভাইরাসটির দ্বিতীয় ঢেউয়ে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভাইরাসটিতে সারা বিশ্বে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ লাখ ৪৯ হাজার ২৭৯ জনের। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন। সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ৬২০ জন।
সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এদিকে বিশ্বে সংক্রমণ-মৃত্যুর দিক থেকে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় পাঁচ লাখ ৭৫ হাজার ৮১৮ জন মারা গেছেন। এ ছাড়া শনাক্ত হয়েছে তিন কোটি ১৯ লাখ ১৫ হাজার ১৭৯ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৪৪ লাখ ৭৫ হাজার ৯৯২ জন।
সংক্রমণের তালিকায় তৃতীয় স্থানে নেমে গেলেও মৃত্যুর দিক থেকে এখনও দুইয়ে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ২৩ জন। তাদের মধ্যে মারা গেছেন তিন লাখ ৫৩ হাজার ১৩৭ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।
সংক্রমণের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে যুক্তরাজ্য, সপ্তম স্থানে তুরস্ক, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি। বাংলাদেশের অবস্থান ৩৩ তম।হয়েছে।'
সময় জার্নাল/আরইউ