বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

নাটোরে ফ্রি চশমা, চিকিৎসা ও ঔষধ ৫ হাজার রোগীর, অপারেশন এক হাজার জনের

শুক্রবার, আগস্ট ১৯, ২০২২
নাটোরে ফ্রি চশমা, চিকিৎসা ও ঔষধ ৫ হাজার রোগীর, অপারেশন এক হাজার জনের

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:

নাটোরে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে প্রায় ৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা ও এক হাজার রোগীর ছানি অপারেশন করা হবে। 

সকালে সদর উপজেলার আমজাদ খান মেমোরিয়াল হাসপাতালে মক্কা হাসপাতালের ব্যবস্থাপনায় রোগীদের চিকিৎসা সেবা ও চশমা প্রদান করা হয়। এছাড়া ছানী অপারেশনের জন্য ১ হাজার রোগী বাছাই করা হয়।

সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ আলী জানান, প্রায় ৮০ জনের মেডিকেল টিম এই সেবা দিয়ে যাচ্ছে। আজ সন্ধ্যা পর্যন্ত ৫ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ঔষধ ও চশমা দেয়া হবে। সাথে বিকাল থেকে বাছাইকৃত রোগীদের ছানী অপারেশন শুরু হবে, চলবে আগামী ৭দিন।

সৌদি সরকারের সহায়তায় এই সেবা সারা দেশে দেয়া হচ্ছে এ বছর এরই মধ্যে প্রায় ৮০ হাজার রোগী সেবা পেয়েছে, অপারেশনের সুযোগ পেয়েছে ৮ হাজার রোগী। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল