মোছা: তামান্না, তিতুমীর কলেজ:
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় । রাজধানীতে ১২ টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা ।
শুক্রবার সকাল থেকেই ভর্তি পরীক্ষা কেন্দ্র সরকারি তিতুমীর কলেজে উপস্থিত হয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তা প্রদানে সক্রিয় ভূৃ্মিকা পালন করেছে ক্যাম্পাসের জেলা ভিত্তিক সংঠনগুলো। এছাড়াও
বিএনসিসি, তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ অন্যান সেচ্ছাসেবী সংগঠন।
বিএনসিসির একজন সদস্য জানান, শিক্ষার্থীরা যাতে সুশৃঙ্খলভাবে হলে প্রবেশ করতে পারে এবং কেউ যাতে মোবাইল, মানিব্যাগ কিংবা বই নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন।
ময়মনসিংহ জেলা সংগঠন জানান, ময়মনসিংহ থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষে তারা সুষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও পরীক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় তারা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে পেরেছেন এবং সুন্দরভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পেরেছে,, প্রশ্ন কিছুটা কঠিন হলেও পছন্দের কলেজে একটি আসন দখল করে নিতে পারবেন সেই বিষয়ে তারা আশাবাদী।
ঢা.বি অধিভুক্ত সরকারি সাত কলেজে মোট আসন সংখ্যা রয়েছ ৯৭০৩ টি। পরীক্ষার দিতে আবেদন করেছিলো ৩৮ হাজার ৬২৭ জন অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রায় ৫ জন ভর্তিচ্ছু।
সময় জার্নাল/এমআই