শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

গুচ্ছভূক্ত ‘সি’ ইউনিটে ইবিতে অংশ নেবে ১৪৮৭ ভর্তিচ্ছু

শুক্রবার, আগস্ট ১৯, ২০২২
গুচ্ছভূক্ত ‘সি’ ইউনিটে ইবিতে অংশ নেবে ১৪৮৭ ভর্তিচ্ছু

আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি: 

২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে দুইটি ভবনে ১ হাজার ৪৮৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। বেলা ১২টা হতে ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। শুক্রবার ইউনিট সমন্বয়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠেয় পরীক্ষায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ৫১৮৫২৫ রোল থেকে ৫১৯৭৮৩ রোল পর্যন্ত ১ হাজার ২৫৮ জন, রবীন্দ্র-নজরুল কলা ভবনে ৫১৯৭৮৪ রোল থেকে ৫২০০১২ রোল পর্যন্ত ২ শত ২৯ জন শিক্ষার্থী অংশ নেবেন। পরীক্ষার দিন ক্যাম্পাসে ভ্যান ও মোটরসাইকেলসহ জনসাধারণ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে সঙ্গে পরিচয়পত্র রাখতে হবে। এ ছাড়া নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল