তিতুমির কলেজ প্রতিনিধি:
সরাকারি তিতুমীর কলেজ আইটি সোসাইটির উদ্যোগে ' কর্পোরেট কমিউনিকেশন ও রাইট ইমেইল ইফেক্টেভ্লি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) তিতুমীর কলেজের শেখ হাসিনা প্রশাসনিক ও একাডেমিক ভবনের চতুর্থ তলায় সকাল ১১ঃ৩০ থেকে দুপুর ১ঃ৩০ পর্যন্ত এই সেমিনার আয়োজিত হয়।
সেমিনারে প্রশিক্ষক হিসেবে ছিলেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের পাবলিক রিলেশন এন্ড কমিউনিকেশন স্পেশালিষ্ট মুন এম. রাজীব।
সঠিকভাবে একটি ইমেইল লেখা, ইমেইল পাঠানো, কিভাবে ছাত্রজীবনে কর্পোরেট কমিউনিকেশন গড়ে তোলা যাবে, কি কি দক্ষতা থাকলে চাকরির বাজারে শিক্ষার্থীরা এগিয়ে থাকবে এসকল বিষয়ে প্রশিক্ষন দেয়া হয় সেমিনারে।
সবশেষে প্রশিক্ষকের হাতে শুভেচ্ছা স্বারক তুলে দেন তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি আরিফ হোসেন রাজন, ভারপ্রাপ্ত মানব সম্পদ বিষয়ক সম্পাদক আশিক রঞ্জন দাশ ও আর্টস ফ্যাকাল্টির কোঅরডিনেটর মানসুরা স্মৃতি।
সময় জার্নাল/এমআই