ইশতিয়াক আহমেদ:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা ।
২০ আগস্ট (শনিবার ) বিশ্ববিদ্যালয় রেজিস্টার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় ,আধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা আগামী তিন বছরের জন্য অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।তিনি অর্থনীতি বিভাগের ৫ম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সাবেক চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীনের স্থলাভিষিক্ত হবেন। এছাড়া বর্তমানে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন হিসেবেও দায়িত্ব পালন করছেন।।
উল্লেখ্য অধ্যাপক ড. সঞ্জয় কুমার সাহা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ২০০৯ সালের ১৭ই আগস্ট বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন।
এমআই