ইশতিয়াক, ক্যাম্পাস প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল সেই গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীরা।
রবিবার (২১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা কর্মীদের অংশগ্রহণ একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলে সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুরালের সামনে এসে শেষ হয় ।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাই ও হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মানিক শীল বলেন ,পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে বিরোধী দলকে এভাবে নিশ্চহ্ন করে দেবার নারকীয় নৃসংশ ঘটনা ২০০৪ সালের ২১ শে আগস্টে ঘটেছিল৷ সেদিন এ হামলায় নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং হামলাকারীদের দ্রুত বিচারের জোর দাবি জানাই।
বিএনপি জামাত শিবির দের হুশিয়ারি দিয়ে বলতে চাই দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় আমরা
সময় জার্নাল/এলআর