তিতুমীর কলেজ প্রতিনিধি:
বীরশ্রেষ্ঠ মতিউর রাহমান, সৌহার্দ্য,চলন্তিকা,অনিন্দ্য নামের নতুন চার বাস যুক্ত হলো তিতুমীর কলেজের পরিবহণ পুলে। শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে বিশিষ্ট শিল্পপতি থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও দানবির আব্দুল কাদির মোল্লার পক্ষ থেকে এই চারটি বাস দেয়া হয়েছে।
রোববার বিকেলে ৫ঃ৩০ এর দিকে বাসগুলো তিতুমীর কলেজে পৌঁছায়। তবে বাসগুলোর চাবি আনুষ্ঠানিকভাবে পরবর্তীতে হস্তান্তর করা হবে।
আগামী সেপ্টেম্বর থেকে বাস গুলো বিভিন্ন রুটে চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন তিতুমীর কলেজের পরিবহণ কমিটির প্রধান অধ্যাপক মো: আবদুল মান্নান।
নতুন চারটি বাসের বিষয়ে তিনি আরও জানান, বাসগুলো কোন কোন রুটে চলবে তা এখনো নির্ধারণ করা হয়নি, শিগরই পরিবহণ কমিটি এটি নির্ধারণ করবেন।
এ বিষয়ে তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া বলেন, সত্যিই আমি অনেক আনন্দিত। আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য দানবির আবদুল কাদির মোল্লার কাছ থেকে চারটি বাস এনে দিতে পারছি। এজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া।
তিনি বলেন, কাদির মোল্লার বাড়ি নরসিংদী, আমার বাড়ি ও সেখানে আমি নিজস্ব প্রচেষ্টায় ওনাকে আমাদের কলেজের প্রোগ্রামে আনি। তখন তিনি বাস দেয়ার কথা দিয়েছিলেন। চারটি বাসের কাজ শেষ হওয়ায় সেগুলো আজ নিয়ে আসলাম, পরবর্তীতে অন্য বাস ও দিবেন।
তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসে যে কোনদিন আমরা কলেজে অনুষ্ঠানের আয়োজন করবো। অনুষ্ঠানে কাদির মোল্লা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাসের চাবিগুলো হস্তান্তর করবেন।
কলেজে নতুন বাস আসার খবরে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুল কাদের মোল্লা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি কলেজের শহীদ বরকত মিলনায়তনে ‘আপন আলোয় মানব জীবনের সংগ্রাম ও সাফল্য’ শীর্ষক একক বক্তৃতায় শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা লাঘবে পাঁচটি বাস উপহারের ঘোষণা দেন আব্দুল কাদির মোল্লা। তবে করোনার কারণে বাস পেতে কিছুটা দেরি হয়। অবশেষে বাস আজ বাস এসে পৌছালো তিতুমীর কলেজে।
সময় জার্নাল/এমআই