স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় ২৪ ঘণ্টার ব্যবধানে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে আবারও শীর্ষস্থান দখলে নিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। রোববার (১১ এপ্রিল) রাতে রিয়াল বেটিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে এই শীর্ষস্থান ফিরে পায় দিয়েগো সিমিওনের শিষ্যরা।
এর আগে শনিবার (১০ এপ্রিল) রাতে চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছিল রিয়াল মাদ্রিদ। তবে শীর্ষস্থান ফিরে পেলেও তা অনেকটাই নড়বড়ে অবস্থানে অ্যাটলেটিকোর জন্য। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে তারা যে মাত্র এক পয়েন্টে এগিয়ে। আর তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টের ব্যাবধান। লিগের ৩০ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর পয়েন্ট ৬৭, রিয়ালের ৬৬ ও বার্সার ৬৫। এখনও লিগে প্রত্যেকের ম্যাচ বাকি আছে আটটি করে।
প্রতিপক্ষের মাঠে এ ম্যাচের আগে বড় একটা অনুপ্রেরণাই পেয়েছিল কোচ দিয়েগো সিমিওনের দল। চোট কাটিয়ে ফিরেছিলেন ইয়ানিক কারাসকো। ম্যাচের পঞ্চম মিনিটে গোলটাও এল তারই সুবাদে। কিন্তু সে লিড রোহিব্ল্যাঙ্কোরা ধরে রাখতে পারল মাত্র ১৫ মিনিট। ম্যাচের ২০ মিনিটে স্বাগতিক বেটিসকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ান তেয়ো। তাতে সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের লড়াই।
দ্বিতীয়ার্ধে বাকি সময়েও অবশ্য এই সমতা আর কেউ ভাঙতে পারেনি। তাতে ১-১ গোলের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।
অবশ্য নিষেধাজ্ঞার কারণে অ্যাটলেটিকোর হয়ে এই ম্যাচে খেলতে পারেননি লুইস সুয়ারেজ ও মার্কোস লরেন্টো। তার ওপর এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন জোয়াও ফেলিক্স ও কিয়েরান ত্রিপিয়ের।
সময় জার্নাল/আরইউ