নিজস্ব প্রতিবেদক:
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আবারো নিয়োগ পেয়েছেন ডক্টর ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি। আগামী ৪ বছর তিনি এই দায়িত্ব পালন করবেন।
সোমবার (২২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ডা. মো: ফরাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী ডক্টর ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি, প্রাক্তন ভাইস চ্যান্সেলর, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো।
ডক্টর ফাদার প্যাট্রিক যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অবস্থিত নটরডেম বিশ্ববিদ্যালয় হতে ক্লাসিক্যাল অ্যান্ড মর্ডান ল্যাংগুয়েজেজ অ্যান্ড লিটেরেচার-এবিএ, এবং থিওলজি-তে এমএ ডিগ্রি অর্জন করেন। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয় হতে ইনথ্রেপোলজি-তে এমএ এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। ফাদার প্যাট্রিক হলিক্রস সম্প্রদায়ভুক্ত একজন যাজক এবং শিক্ষাবিদ। তিনি ইংরেজি, আরবী, ফরাসি, জার্মান, ডাচ, স্প্যানিস, ইতালিয়ান এবং রাশিয়ান ভাষা বলতে, লিখতে ও পড়তে পারেন এবং ল্যাটিন, গ্রীক ও হিব্রু ভাষা পড়তে পারেন। যুক্তরাষ্ট্রের নটরডেম বিশ্ববিদ্যালয়-এ তাঁর ৩৮ বছরের শিক্ষকতা ও প্রশাসনিক কর্মকান্ডের অভিজ্ঞতা আছে। অধিকন্তু তিনি ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ-কালীন প্রফেসর ছিলেন।
উল্লেখ্য, ৮ আগস্ট ২০১৭ প্রফেসর ড.ফাদার প্যাট্রিক ডানিয়েল গ্যাফনি, সিএসসি নটরডেম বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদে প্রথমবার নিয়োগ পান।
এমআই