নিজস্ব প্রতিনিধি: রাজধানীর জুরাইনে মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে সিএনজিচালিত অটোর ধাক্কায় এক বোন নিহত ও এক বোন গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, তারা দুই বোনই জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং কয়েক দিন আগে তাদের বাবা মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সাথে তারা দুই বোন জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভবন-২ এর দিকে যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটো তাদেরকে ধাক্কা দিলে এক বোন ঘটনাস্থলে নিহত হয় এবং আরেক বোন গুরুতর আহত হয়। আহত বোনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় উত্তেজিত জনগণ অটোটি পুড়িয়ে দেয়।
জানা যায়, কদমতলী থানা পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তারা জানিয়েছেন, অটোচালককে আটক করা হয়েছে।
সময় জার্নাল/এলআর