পবিপ্রবি প্রতিনিধিঃ
২৩ আগষ্ট (মঙ্গলবার) পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) উদ্যোগে "ফান্ডামেন্টালস অব জার্নালিজম" শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭ঃ৩০ মিনিটে শুরু হয়ে এ কার্যক্রম রাত ১০ঃ৩০ মিনিটে শেষ হয়।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক এবং পবিপ্রবিসাসের উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. মমিন উদ্দিনের সঞ্চালনায় উক্ত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ. বি. এম. মাহবুব মোর্শেদ খান উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন।
অধ্যাপক জেহাদ পারভেজ তার বক্তব্যে বলেন, "একটি সমাজের সামগ্রিক বিষয়াদি সাংবাদপত্রের মাধ্যমেই প্রকাশ পায় এজন্যই সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পন। তাই সাংবাদিকতায় জড়িত সকলকে ঠিক একটি দর্পনের মতোই স্বচ্ছ হতে হবে"।
সাংবাদিক সমিতির সিনিয়র উপদেষ্টা অধ্যাপক এ. বি. এম. মাহবুব মোর্শেদ খান বলেন, "বিশ্ববিদ্যালয়ের বস্তুনিষ্ঠ ও সঠিকভাবে সংবাদ পরিবেশনের স্বার্থে আজকের এ ওয়ার্কশপ প্রোগ্রাম কার্যকরী ভূমিকা রাখবে। ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে এ ধরণের প্রোগ্রাম খুবই গুরুত্বপূর্ণ।"
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা সহযোগী অধ্যাপক সুজন কান্তি মালী এবং সহকারী অধ্যাপক আবুবকর সিদ্দিক। এছাড়াও কর্মশালায় পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক কাজি এম আনিসুল ইসলাম ও বরিশাল বিশ্ববিদ্যালয় গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শরীফা উম্মে শিরিনা এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন। কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয়াদি ও কৌশল এবং চ্যালেঞ্জ সমূহ বিস্তরভাবে আলোচনা করা হয়। এছাড়াও প্রশিক্ষকরা সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন।
কর্মশালা সেশন পরবর্তী পরিচিত পর্ব এবং পারষ্পরিক কুশলাদি বিনিময়ের মাধ্যমে উক্ত কর্মশালার সমাপ্তি হয়।
এমআই