রবিউল হাসান সাকীব, বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ,তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক মেইলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতির আদেশক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ১৩ (১) ধারা অনুসারে মঙ্গলবার (২৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ হতে তার এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয় হতে বি,কম (অনার্স) ও এম,কম পরীক্ষায় উত্তীর্ণ হন এবং মেধা তালিকায় যথাক্রমে ২য় এবং ৩য় স্থান অর্জন করেন। তিনি এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মেধা তালিকায় যথাক্রমে প্রথম ও দশম স্থান অধিকার করেন।
সময় জার্নাল/এলআর