তিতুমীর কলেজ প্রতিনিধি:
শিক্ষার্থীরা পেশা নির্বাচন করতে যেয়ে নানা রকম দ্বিধা-দন্দে ভুগে, পেশা নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। মনোবিজ্ঞান পেশায় আসতে হলে কি গুণ থাকা উচিৎ এসব বিষয়ের ওপর তিতুমীর কলেজ সাইকোলজি সোসাইটির উদ্যোগে 'ক্যারিয়ার কনফ্লিক্ট এন্ড এক্সপ্লোরেশন ইন সাইকোলজি' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট সরকারি তিতুমীর কলেজের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ৬৫০১ নম্বর রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সাজিয়া আফরিন খান, বিভাগের শিক্ষক ড. সোলাইমান আলী ও হামিদা আক্তার নাহিদ।
এসময় বিভাগীয় প্রধান সাজিয়া আফরিন খান বলেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে ওয়ার্কশপের টপিকটি সময়োপযোগী ও সুন্দর হয়েছে।
কর্মশালায় প্রায় ১০০ শিক্ষার্থী অংশগ্রহন করেন। এতে প্রশিক্ষক ছিলেন মনোবিৎ হাসিবুল আজিম আকাশ। পেশা নিয়ে সিদ্ধান্ত নিতে গেলে কাজের স্থান, যোগ্যতা,ক্যারিয়ার ও আয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। যাদের মধ্যে এমপ্যাথি কিংবা মায়া নেই তাদের কে সাইকোলজি প্রফেশনে আসার দরকার নাই। এসকল বিষয় উঠে আসে সেমিনারের আলোচনায়।
উল্লেখ্য, তিতুমীর কলেজে প্রাথমিক মানসিক স্বাস্থ্য সেবা দিবেন তিতুমীর কলেজ সাইকোলজি সোসাইটি।
সময় জার্নাল/এমআই