স্পোর্টস ডেস্ক:
ব্যাটিং কিংবা বোলিং- কোনো বিভাগেই দাপট দেখাতে পারেনি শ্রীলঙ্কা। মাত্র ১০৫ রানে লঙ্কানদের গুটিয়ে দেয়ার পর ৯ ওভার ৫ বল হাতে রেখেই ৮ উইকেটে জিতে যায় আফগানিস্তান। এশিয়া কাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। ‘ডু অর ডাই’ ম্যাচে প্রতিপক্ষ নিয়ে অবশ্য চিন্তিত মনে হয়নি দাসুন শানাকাকে। লঙ্কান অধিনায়কের ভাষ্য, আফগানদের চেয়ে দুর্বল প্রতিপক্ষ টাইগাররা
শনিবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বোলারদের সামনে পাত্তাই পায়নি শ্রীলঙ্কান ব্যাটাররা। ১১ জনের মধ্যে মাত্র তিনজন দুই ডিজিটের রান করতে সমর্থ্য হয়- ভানুকা রাজাপাকসা (৩৮), চামিকা করুনারত্নে (৩১) ও দানুষ্কা গুনাথিলাকা (১৭)। খোদ অধিনায়ক শানাকা মেরেছেন গোল্ডেন ডাক। শূন্য হাতে ফেরা এই ব্যাটার ভালোভাবেই বুঝেছেন আফগান বোলারদের ধার। শানাকার মতে আফগানিস্তানের বোলাররা বিশ্বমানের। তবে বাংলাদেশের সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমান বাদে নেই কোনো জাদরেল বোলার।
যেকারণে বাংলাদেশকে দুর্বল দল মনে করেন লঙ্কান অধিনায়ক।
ম্যাচশেষে শানাকা বলেন, ‘আফগানিস্তানের বোলিং আক্রমণ বিশ্বমানের। বাংলাদেশের ফিজ (মোস্তাফিজ) অনেক ভালো বোলার আমরা জানি। সাকিবও বিশ্বমানের। এছাড়া তাদের আর কোনো বিশ্বমানের বোলার নেই। সেদিক থেকে চিন্তা করলে আফগানিস্তানের থেকে বাংলাদেশ সহজ প্রতিপক্ষ।’
ম্যাচে টাইগারদের ছক কী হতে পারে, তা নিয়েও জ্ঞান রয়েছে শানাকাদের। লঙ্কান অধিনায়কের ভাষ্য, ‘বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের পরিকল্পনা কী হবে জানি। তাদের সকল খেলোয়াড় সম্পর্কে ধারণা আছে আমাদের। আগামী ম্যাচে এটা বড় ভূমিকা রাখবে। এই যুগে প্রত্যেক দলই প্রতিপক্ষ সম্পর্কে জানে, যদি না প্রতিপক্ষ কোনো ছোট দল হয়। তাই বাংলাদেশের বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগবে।’
আগামী ১লা সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
এমআই