রবিউল হাসান সাকীব, বেরোবি প্রতিনিধিঃ
ব্যাক ডেটে ছুটির আবেদনপত্রে স্বাক্ষর না করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, ভয়ভীতি ও মামলার হুমকি প্রদর্শনের অভিযোগ এনেছেন একই বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক গোলাম রব্বানী।
রবিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরারব অসৌজন্যমূলক আচরণের প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান গোলাম রব্বানী।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, রবিবার (২৮আগস্ট) আনুমানিক সকাল ১০টায় একই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনিরুজ্জামান সস্ত্রীক বিভাগীয় প্রধান গোলাম রব্বানীর বাসায় আসেন। এসময় একটি ছুটির আবেদনপত্রে জোরপূর্বক স্বাক্ষর নেয়ার জন্য চাপ প্রয়োগ করেন এবং স্বাক্ষর না করলে মামলা দেয়ার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। এসময় বাসায় উপস্থিত পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনসহ গোলাম রব্বানী বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।
উল্লেখ্য, সেই ছুটির আবেদনটি মনিরুজ্জামানের পিএইচডি ডিফেন্স এর জন্য ব্যাকডেটে ছুটি সংক্রান্ত যা ইতোপূর্বে সংগঠিত হয়েছে বলে অভিযোগপত্র থেকে জানা যায়।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ মনিরুজ্জামান অসৌজন্যমূলক আচরণের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি এর আগেও এই আবেদন নিয়ে উনার বাসা গিয়েছি। আমি কোন ভয়ভীতি প্রদর্শন করিনি এগুলো বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত, বরং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে পাওয়ার এক্সারসাইজ করার জন্য এটি করেছে। ব্যাকডেটে ছুটির আবেদন বিষয়ে তিনি বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতি নিয়েই করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আলমগীর চৌধুরী বলেন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষকের একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।
এমআই