এহসান রানা , ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জাতীয় শোকদিবসের মঞ্চ ভাঙ্গা ও সদর উপজেলার চরমাধবদীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সরদার আওয়াল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম বেপারী, সহ-সভাপতি শাহাজাহান বেপারী, চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান তুহিন মন্ডল, সহ অন্যান্য নেতা কর্মীরা ।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মাধবদিয়া ময়েজদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের অনুষ্ঠানের আয়োজনের সময় ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার নজরুল ইসলামের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে জেলা পরিষদের প্রশাসক এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম কে থাপ্পর মারেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন । তার এ কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফরিদপুর উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এ সময় প্রেসক্লাবে ইলেকট্রিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
সময় জার্নাল/এলআর