সময় জার্নাল ডেস্ক:
সরকারের ৬টি গুরুত্বপূর্ণ পদে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
জনাব রাশেদা আখতারকে, মহাপরিচালক নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ পদে পদায়ন করা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনাব মোহাম্মদ ইরফান শরীফ, মহাপরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
জনাব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, সদস্য, ভূমি সংস্কার বোর্ড, ভূমি মন্ত্রণালয়। জনাব রণজিৎ কুমার, নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। শাহ রেজওয়ান হায়াত, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আরো জানানো হয়, জনাব মোহাম্মদ রাশেদুল হাসান, রেজিস্ট্রার জেনারেল, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন, স্থানীয় সরকার বিভাগ, পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সময় জার্নাল/এলআর