খাইরুল ইসলাম, নিটার প্রতিনিধি:
টেক্সটাইল ইঞ্জিনিয়ারস সোসাইটির চার বছর পূর্তি উপলক্ষে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ নিটার ক্যাম্পাসে এক আরম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির নিটার টিমের সার্বিক তত্ত্বাবধানে।
অনুষ্ঠানটি শুরু হয় সোমবার (২৯ অগাস্ট) বেলা ৩ ঘটিকায় নিটার ক্যাম্পাসের একটি কক্ষে আয়োজন করা হয়। আলোচনা সভায় আমন্ত্রিত সবাইকে নিয়ে কেক কাটা, দিকনির্দেশনামূলক বক্তব্য ও অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নিটারের একাডেমিক ইন-চার্জ ও বিভাগীয় প্রধান (ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) মো.মাহবুব হাসান, এডমিন ইন-চার্জ ও বিভাগীয় প্রধান (ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ডিপার্টমেন্ট) মো.মামুন-উর রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির নিটার টিমের প্রায় ৫০ জন টিম মেম্বার।
উক্ত অনুষ্ঠান শুরু হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কিত আলোচনার মাধ্যমে। আলোচনায় বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির টিইএস সেন্ট্রাল টিম মেম্বার মো. তানভীর হোসেন সরকার।
তিনি বলেন, "টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির শুরুটু হয়েছিলো নিটার ক্যাম্পাস থেকে। নিটারের প্রতিটা শিক্ষার্থীর কাছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি একটি গর্ব ও আবেগের স্থান।" আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খালেদুর রহমান (বিভাগীয় প্রধান, ব্র্যান্ডিং এন্ড কমিউনিকেশন) এবং অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নিটারের এডমিন ইনচার্জ মো. মাহবুব হাসান স্যার। তিনি বলেন, "টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি ইন্ডাস্ট্রিগুলোর প্রয়োজন অনুসারে দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখছে। আগামীতে কিভাবে আরো শিক্ষার্থীকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির সাথে যুক্ত রাখা যায়, সে বিষয়টির দিকে জোর দিতে হবে।"
অনুষ্ঠানের এ পর্যায় বিভিন্ন দিকনির্দেশনামূলক আরো বক্তব্য রাখেন ড.মামুন-উর-রশিদ স্যার সহ অন্যান্য শিক্ষকবৃন্দরা। সর্বশেষে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির ভবিষ্যত শুভ কামনা করে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
সময় জার্নাল/এলআর