নিজস্ব প্রতিনিধি: দেশে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে মারা যায়নি কেউ।
ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১১ হাজার ৭৩২ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৩২৩ জনই থাকল।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন।
২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪.০৮ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
সময় জার্নাল/এলআর