নিজস্ব প্রতিবেদক:
কর্পোরেট চাকরির জন্য শিক্ষা জীবনে কি কি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। কিধরনের প্রস্তুতি নেয়া প্রয়োজন। কিভাবে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আবেদন করতে হবে এসকল বিষয় নিয়ে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হয়েছে 'ক্যাম্পাস টু কর্পোরেট : মধ্যম আয়ের দেশে কর্মসংস্থানের সুযোগ ও প্রস্তুতি' শীর্ষক সেমিনার।
মঙ্গলবার (৩০ তারিখ) সকাল সাড়ে ১১টায় কলেজের কলা ভবনের নিচ তলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে এই সেমিনার আয়োজিত হয়।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ সালাহ্উদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লিংকন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এএসএম আসাদুজ্জামান। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রায় ২০০ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনায় মূল বক্তা সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কর্পোরেট চাকরির ভাইবা দেয়ার আগে ওই কোম্পানী সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। কোম্পানির কার্যক্রম, ভবিষ্যত লক্ষ্য ইত্যাদি সম্পর্কে জানতে হবে ইন্টারভিউতে ভালো করতে হলে।
তিনি বলেন, ভারতের শিক্ষার্থীরা বিভিন্ন কোম্পানিতে ভালো ভালো জায়গায় চাকরি করছেন। ওখানে যারা ভালো করে তারা বিভিন্ন দেশে কাজের সুযোগ পায়। তাই আপনাকে ভালো করতে হবে, বড় বড় কাজ তারা করছে। তারা তাদের দক্ষতা সব জায়গায় কাজে লাগাচ্ছে তাই আপনারা আপনাদের দক্ষতার ওপর জোড় দেন। কর্পোরেটে অনেকেই আসে কিন্তু টিকে থাকে কম লোক। কেনো ঝরে পড়ে কারণ দক্ষতার অভাব। তাই দক্ষতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের জোড় দেওয়া উচিত।
তিনি আরও বলেন বলেন, আমাদের দক্ষতা ও যোগাযোগ বাড়াতে হবে। সবক্ষেত্রে আমাদের চিন্তার প্রসারতা বাড়াতে পারলে জীবনে সফলতা আসবেই।
এছাড়াও বর্তমান সময়ে এগিয়ে থাকতে ডাটা এন্যালাইসিস, ব্লক চেইন, ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা এসকল বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ হওয়ার পরামর্শ দেন তিনি।
সহযোগী অধ্যাপক ড. মাহফুজুর রহমান উচ্চশিক্ষার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ে আবেদন কিভাবে করবে, কোন কোন বিষয়ে দক্ষতা থাকতে হবে এসকল বিষয়েও শিক্ষার্থীদের ধারণা প্রদান করেন।
সেমিনারের প্রধান অতিথি ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন বলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগকে ধন্যবাদ জানাই এমন একটি সেমিনারের আয়োজন করার জন্য। শিক্ষার্থীদের একটা উদ্দেশ্য থাকে, তারা পড়াশোনা শেষ করে কর্পোরেট জীবনে পা দেবে। তবে অনেকেই কর্পোরেট জীবন সম্পর্কে অবগত না থাকায় বেশিদূর আগাতে পারে না। কেউ কেউ শুরুতেই হোচট খায়। আজকের এই সেমিনারের মাধ্যেমে শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষে কর্পোরেট জীবনে পা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে পারবে এবং তাদের চলার পথ মসৃণ হবে বলে আমি মনে করি।
তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এএসএম আসাদুজ্জামান বলেন, তিতুমীর কলেজে সময় দেয়ার জন্য মাহফুজুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেমিনার শিক্ষার্থীদের জীবন চলার পথে কাজে লাগবে বলে আমি মনে করি। আমাদের কর্মজীবনের শুরুতে পত্রিকার সার্কুলারের জন্য অপেক্ষা করতে হতো বিভিন্ন বিষয়ে জানার জন্য কিন্তু এখন হয়না। এখন জানার উপায় সহজ। স্বপ্ন দেখে সেটা সফল করাটাও সহজ।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ সালাহ্উদ্দীন বলেন, আজকের এ সেমিনারের আয়োজন আমাদের শিক্ষার্থীদের জন্য। একদিনেই কোন বিষয়ে পুরোপুরি জানা সম্ভব নয়। তাই এরকম সেমিনার আরও অনুষ্ঠিত হবে।
এমআই