রুহুল সরকার, রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
রাজীবপুর থানা পুলিশের অভিযানে গাঁজার পুরিয়া সহ এক জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে রাজীবপুরে থানা পুলিশের একটি দল মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গোপন অভিযানে সদর ইউনিয়নের নামাপাড়া গ্রাম থেকে শুকুর আলী(৫০)নামের একজনকে ১০০ গ্রাম গাঁজার পুরিয়া সহ আটক করে।
পুলিশ জানিয়েছেন আটককৃত শুকুর আলী মাদকদ্রব্য ব্যাবসার সাথে জড়িত। এসময় নগদ টাকা ও একটি দাঁড়িপাল্লাও জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, আটকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
সময় জার্নাল/এলআর