আজাহারুল ইসলাম, ইবি প্রতিনিধি: বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাফতরিক কর্মঘন্টা ৩০ মিনিট কমানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অফিস চালুর সময় যথারীতি নয়টা থাকলেও বন্ধের সময় সাড়ে চারটার পরিবর্তে চারটা করা হয়েছে। একইসঙ্গে পরিবহনের অন্যান্য সময়সূচি ঠিক রেখে অফিস শেষের বাসের সময় পরিবর্তন করা হয়েছে। আগামী শনিবার থেকে নতুন সূচি কার্যকর হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও পরিবহন দফতর।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুত ও জ্বালানী সাশ্রয়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নতুন অফিস সময় ৯টা থেকে চারটা নির্ধারণ করা হয়েছে। শনিবার থেকে এটি কার্যকর হবে।
পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিস সময় পরিবর্তনের কারণে পরিবহনের সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে। আগে সাড়ে চারটায় অফিস বন্ধ হতো তাই চারটা ৩৫ মিনিটে বাস ছিল। অফিস সময় চারটা নির্ধারণ করার কারণে বাসের সময় চারটা পাঁচ মিনিট নির্ধারণ করা হয়েছে।
এমআই