ইসাহাক আলী, নাটোর:
১৯৭১ এর মুক্তিযুদ্ধে নাটোরের চৌধুরী শহীদ রেজা, রঞ্জু ,সেলিম ও বাবুলের শাহাদত বার্ষিকী আজ। এই উপলক্ষে নানা আয়োজনে তাদের স্মরণ করছে বিভিন্ন সংগঠন।
সকালে শহরের কানাইখালীতে রেজা রঞ্জুর কবরে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া ও মোনাজাত করে ছাত্রলীগের নেতাকর্মিরা। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীনসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী পালন করছে।
একাত্তরের এই দিনে নাটোরের তৎকালীন ছাত্রলীগ ও সংগ্রাম পরিষদ নেতা মজিবর রহমান রেজা এবং গোলাম রব্বানী রঞ্জু ভারতে প্রশিক্ষণ শেষে গুরুদাসপুর এলাকায় ঢুকে যুদ্ধ চালিয়ে যেতে থাকেন। এক সময় তারা পাকিস্তান দোসরদের প্রতারনার
শিকার হয়ে রাজাকার-আলবদর বাহিনীর হাতে ধরা পরেন। উপজেলার মশিন্দা এলাকা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয় তাদের দু’জনকে। শরীরে পেরেক ঢুকিয়ে ও সিগারেটের ছাঁকা দিয়ে নির্মম নির্যাতনের পর ১ সেপ্টেম্বর তাদের
হত্যা করা হয়। অপর দুই শহীদের মধ্যে বাবুলকে পাকসেনারা ধরে নিয়ে গিয়ে ৭১ এর ২০ এপ্রিল হত্যা করে এবং সেলিম চৌধুরী নওগাঁর রণাঙ্গনে ১ ডিসেম্বর শহীদ হন। শহরের কানাইখালী এলাকায় রেজা ও রঞ্জুকে দাফন করা হয়। মৃতদেহ না পাওয়ায় অপর দুই শহীদের পরিধেয় কাপড় একই স্থানে কবর দেয়া হয়।
এমআই