সময় জার্নাল/somoyjournal.com এ সাব এডিটর হিসেবে ইন্টার্ন করার সুযোগ দেওয়া হচ্ছে।
কী হবে : হাতে কলমে ব্যবহারিকভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে।
মেয়াদকাল : ৩-৬ মাস।
কাজের সময় : আগ্রহী প্রার্থীর সুবিধাজনক সময়ের সাথে কাজের সময় এডজাস্ট করা হবে। সপ্তাহে ৬ দিন ৫ ঘণ্টা করে সময় নির্ধারণ করা হবে।
যোগ্যতা : ঢাকা শহরে বসবাসরত যে কোন বিষয়ে স্নাতক পড়ুয়া/ স্নাতকোত্তরগণ আবেদন করতে পারবেন।
অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯।
প্রশিক্ষণ ফি দিতে হবে? না।
অনারিয়াম প্রদান করা হবে কোনো? হ্যাঁ।
ইন্টার্নি করে কী লাভ? অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, যারা অনলাইনে বা অফলাইনে টাকার বিনিময়ে উক্ত সাবজেক্টগুলো পড়িয়ে থাকে। কিন্তু হাতে কলমে মানে ব্যবহারিকভাবে শেখার সুযোগ থাকে না। কিন্তু এ ক্ষেত্রে প্র্যাক্টিক্যালি শেখার সুযোগ থাকছে। আর সময় জার্নাল গণমাধ্যম এবং কর্পোরেট হাউস হিসেবে সর্বমহলে স্বীকৃত বিধায়, এখানে কাজ করার অভিজ্ঞতা থাকলে অন্যান্য প্রতিষ্ঠানে জব পেতে আপনাকে বেশ এগিয়ে রাখবে।
ইন্টার্নকারীগণ কী পাবে? অভিজ্ঞতা ও সময় জার্নালে চাকরির সুযোগ। হ্যাঁ সফলভাবে ইন্টার্ন সম্পূর্ণকারীদের সার্টিফিকেট/অভিজ্ঞতাপত্র প্রদান করা হবে। এই সনদপত্র এবং অভিজ্ঞতা তাদের অন্যান্য গণমাধ্যমে কাজ করার সুযোগ তৈরি করে দেবে।
আগ্রহীগণ চটজলদি সিভি পাঠান এই মেইলে- somoyjournal@gmail.com