আন্তর্জাতিক ডেস্ক: সুদানে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা পরিস্থিতি। দেশটিতে ইতোমধ্যে বন্যাকবলিত হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া মুষলধারে বৃষ্টিপাত হওয়ায় কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কর্তৃপক্ষ দেশটির সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৬ প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয়ের কার্যালয় বুধবার জানিয়েছে, ১৮টি প্রদেশের মধ্যে ১৫টিতে বন্যায় কমপক্ষে দুই লাখ ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওয়াদ আলনাইমের বাসিন্দা আদম ইসমাইল বলেন, ‘আমরা ঘুম থেকে উঠেই দেখি ঘরে পানি ঢুকছে এবং আমরা যতটা পেরেছি বের করেছি। প্রতি ঘণ্টায় আমরা শুনতে পাই একটি বাড়ি পড়ে গেছে, বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে বা দেয়াল নেমে গেছে। কিছুই অবশিষ্ট নেই।’
সময় জার্নাল/এলআর