তিতুমীর কলেজ প্রতিনিধি : করোনা সচেতনতা বৃদ্ধি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের হত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার সামগ্রী, ইফতার সূচি ও ফ্রি মাস্ক বিতরন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখা।
১৩ এপ্রিল (মঙ্গলবার) বিকেল ৫ টায় তিতুমীর কলেজ সংলগ্ন রাজধানীর রামপুরা হাতিরঝিল এলাকায় এ কার্যক্রম চালায় ছাত্র অধিকার পরিষদের তিতুমীর কলেজ ইউনিট।
এসময়ে ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক খোরশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, দপ্তর সম্পাদক আবু রায়হান সোহান, সমাজসেবা সম্পাদক নুর মোহাম্মদ সুমন, সাহিত্য সম্পাদক আফতাব উদ্দিন মাহমুদ ও ক্রিড়া সম্পাদক নাঈম উদ্দিন খান সহ তিতুমীর কলেজ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
তিতুমীর কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদ'র সাধারণ সম্পাদক খোরশেদ খান বলেন, 'দেশের গণমানুষের অধিকার আদায় সহ সার্বক্ষণিক সাধ্য অনুযায়ী দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছাত্র অধিকার পরিষদ সবার আগে এগিয়ে আসবে'।
সমাজসেবা সম্পাদক নুর মোহাম্মদ সুমন বলেন, 'পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনার মাসে কেউ যেন ইফতারে কষ্ট না করে তাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় প্রায় অর্ধশত পরিবারের ৩ দিনের ইফতার সামগ্রী বিতরন করি, এছাড়াও পথচারী ও বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ইফতার সময়সূচী ও মাস্ক বিতরন করি'।
সময় জার্নাল/এমআই