।। হে বৈশাখ ।।
--আশরাফুল ইসলাম
=============
চারিদিকে আজ শুধুই জীর্ণতা শীর্ণতা
নতুন কেবলই তুমি হে বৈশাখ।
জানি তুমিই তো গাও জীবনের জয়গান
চারিদিকে উড়াও বিজয় কেতন নতুনের।
তুমিই তো ছড়াও প্রণোচ্ছ্বাস বাংলা
মায়ের নদী তীরে, রমনার বটমূলে।
বাজে বাঁশি ঢোল করতাল, বসো
লাল নীল চুড়ি ফিতা নাগরদোলা
হাজারো পণ্যের সাজিয়ে পসরা।
বসে মেলা, চলে পান্তা-ইলিশ
বাঙালি খানাপিনার মহোৎসব চারিদিকে।
আসর বসে সঙ্গীত বাউনিয়ানার
বেরোয় মঙ্গল শোভাযাত্রা।
কিন্তু এবারে উৎসব নেই, আনন্দ নেই
আছে কোভিডের মরণ থাবা ঘরে বাইরে।
তবুও হে বৈশাখ
তুমি আছো কোটি বাঙালির প্রাণে প্রাণে
আছো বাংলার প্রতিটি ঘরে।
তোমার আগমনে সব জরা ধুঁয়ে মুছে যাবে
তুমিই জাগাবে প্রাণ চারিপাশে
হয়ত আবার বসবে মেলা
নদী তীরে হাটতলে বটমূলে
এ আশা আজ জাগে মনে মনে।
ঢাকাঃ পহেলা বৈশাখ।