ক্রীড়া প্রতিবেদক, ঢাকা : মাহমুদউল্লাহ রিয়াদ। যাকে বাদ দিয়ে একসময় স্কোয়াড ঘোষণার কথা চিন্তায়ও আনেননি নির্বাচকরা। অথচ এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের জন্য বিবেচনাতেও আনেননি তারা। কারণ পিঠের চোট বড্ড ভোগাচ্ছে টাইগারদের টি-টোয়েন্টির এই অধিনায়ককে।
চোটের কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি মাহমুদউল্লাহর। গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। তবে টেস্ট ক্যারিয়ারের শেষ দেখছেন মাহমুদউল্লাহ? কী বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘মাহমুদউল্লাহর পিঠের চোট প্রকট আকার ধারণ করেছে। ব্যথাটা তাকে মাঝে মধ্যেই ভোগাচ্ছে। তার জন্য একটা দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। সে অনেক দিন ধরে খেলছে। নিজেই নিজের শরীর সম্পর্কে ভালো জানার কথা তার। সুতরাং সিদ্ধান্তটা তাকেই নিতে হবে, কিভাবে বোলিং করলে বা ফিল্ডিং করলে সে নিরাপদে থাকবে।’
শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে মাহমুদউল্লাহ বিবেচনায় না আসা প্রসঙ্গে দেবাশিষ বলেন, ‘আমাদের কাজ হচ্ছে খেলোয়াড়দের চোটমুক্ত রাখা। সে কারণেই ফিজিওর সঙ্গে আলোচনা করে তাকে টেস্ট সিরিজে খেলা থেকে বিরত রেখেছি। যেন সে রিকভারির জন্য পর্যাপ্ত সময় পায়।’
এ মুহূর্তে মাহমুদউল্লাহর বয়স ৩৫ পেরিয়েছে। ফিট থাকলে আরও কয়েক বছর দলকে সার্ভিস দিতে পারবে সে। তবে সেটি নির্ভর করবে সে কতটুকু চোটমুক্ত থাকতে পারে।
এ প্রসঙ্গে বিসিবির এই চিকিৎসক বলেন, ‘৩৫ বছর এমন না যে, ওকে খেলা ছেড়ে দিতে হবে। ফিটনেস ধরে রাখতে পারলে সে আরও অনেক দিন খেলতে পারবে। এমন বয়সে বিশ্বের অনেক তারকা খেলোয়াড় দিব্বি খেলে যাচ্ছে। মাহমুদউল্লাহ অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড়। ওর অভিজ্ঞতা আমাদের প্রয়োজন। অবশ্যই আমরা চেষ্টা করব যাতে সে দীর্ঘদিন খেলতে পারে।’
সময় জার্নাল/আরইউ