স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আর উইকেট শিকারে শীর্ষে ভারতের ভুবনেশ্বর কুমার। ব্যাটিংয়ে শীর্ষ ছয়জনের তিনজনই শ্রীলঙ্কার। বোলিংয়েও দাপট দেখিয়েছেন পাকিস্তানিরা। প্রথম সাতজনের চারজন পাকিস্তানি। টুর্নামেন্ট সেরা হয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বল হাতে দ্বিতীয় সর্বাধিক ৯ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিং হাতে করেছেন ৬৬ রান। ফাইনালে চাপের মুখে ৩৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর বল হাতে নেন ৩ উইকেট। তবে ফাইনালে ম্যাচসেরা হন ভানুকা রাজাপাকসে।
টুর্নামেন্টের চতুর্থ সর্বাধিক রান সংগ্রাহক রাজাপাকসে। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ২ ম্যাচে সর্বোচ্চ ৭২ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার ইবাদত হোসেন।
শীর্ষ ব্যাটার
খেলোয়াড় ম্যাচ রান সর্বোচ্চ গড় ৫০/১০০
- মোহাম্মদ রিজওয়ান ৬ ২৮১ ৭৮* ৫৬.২০ ৩/-
- বিরাট কোহলি ৫ ২৭৬ ১২২* ৯২.০০ ২/১
- ইব্রাহিম জাদরান ৫ ১৯৬ ৬৪* ৬৫.৩৩ ১/-
- ভানুকা রাজাপাকসে ৬ ১৯১ ৭১* ৪৭.৭৫ ১/-
- পাথুম নিশঙ্ক ৬ ১৭৩ ৫৫* ৩৪.৬০ ২/-
- কুশল মেন্ডিস ৬ ১৫৫ ৬০ ২৫.৮৩ ২/-
শীর্ষ বোলার
খেলোয়াড় ম্যাচ উইকেট সেরা গড় ইকোনমি
- ভুবনেশ্বর কুমার ৫ ১১ ৫/৪ ১০.৪৫ ৬.০৫
- ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬ ৯ ৩/২১ ১৮.৮৮ ৭.৩৯
- মোহাম্মদ নওয়াজ ৬ ৮ ৩/৫ ১৩.৭৫ ৫.৮৯
- শাদাব খান ৫ ৮ ৪/৮ ১৪.১২ ৬.০৫
- হারিস রউফ ৬ ৮ ৩/২৯ ১৯.১২ ৭.৬৫
- মুজিব উর রহমান ৫ ৭ ৩/১৬ ১৫.৮৫ ৫.৫৫
এমআই