আন্তর্জাতিক ডেস্ক:
৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে মারা গেছেন বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বেঁচে থাকা অবস্থায় তিনি ছিলেন বিশ্বের সবথেকে ধনী নারীদের একজন। জানা গেছে, বৃটিশ রাজপরিবারের অধীনে থাকা মোট সম্পদের পরিমাণ প্রায় ৮৮ বিলিয়ন ডলার। ব্রান্ড ফাইন্যান্সের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস।
এক রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে জরিপ করে বৃটিশ রাজপরিবারের মোট সম্পদের মূল্য বের করেছিল ব্রান্ড ফাইন্যান্স। তবে ফোর্বস বলছে, শুধু রানীর নিজস্ব সম্পদ আছে ৫০০ মিলিয়ন ডলারের। এগুলোর মধ্যে আছে তার অলঙ্কার, বাড়ি, বহুমূল্য ছবি। তবে শেষ পর্যন্ত এই সম্পদের কী হবে সেই বিষয়টিকে এখনও ব্যক্তিগত বিষয় বলেই উল্লেখ করা হয়। এগুলো তার পরবর্তী প্রজন্মের হাতে চলে যাওয়ার কথা।
বংশানুক্রমিকভাবে বৃটিশ রাজপরিবারের সম্পদ করমুক্ত। বহুকাল ধরেই এ নিয়ম রয়েছে। রাজপরিবারের জন্য ২০২২ সালে মোট ৮৬ মিলিয়ন পাউন্ড বরাদ্দ করা হয়েছে।
বৃটেনের নাগরিকদের মাথাপিছু হিসেবে ১.২৯ পাউন্ড করে দিতে হয়েছে রাজপরিবারকে। ফোর্বস বলছে, রাজপরিবারের কাছে থাকা উল্লেখযোগ সম্পদের মধ্যে আছে বাকিংহাম প্রাসাদ, যার বর্তমান মূল্য ৫ বিলিয়ন ডলার। এছাড়া দ্য ডাচি অব কর্নওয়াল (১.৩ বিলিয়ন ডলার), দ্য ডাচি অব ল্যানচেস্টার (৭৪৮ মিলিয়ন ডলার), কেনসিংটন প্রাসাদ (৬৩০ মিলিয়ন ডলার) এবং স্কটল্যান্ডে থাকা জমি (৫৯২ মিলিয়ন ডলার)।
এমআই