শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রামে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে হামলা করেছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিএনপি’র দলীয় কার্যালয় ভাংচুর করেন। ওই হামলায় বিএনপি’র অন্তত ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে। মঙ্গলবার বিকালে ওই উপজেলায় বিএনপি’র কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান জানান, দ্রব্যমূল্যের দামবৃদ্ধি ও বিএনপি’র নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদ পাটগ্রাম উপজেলা বিএনপি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ শুরু হওয়ার আগেই আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী দলীয় কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা দলীয় কার্যালয় ভাংচুর করেন। তাদের হামলায় হানিফ ও রবিউলসহ বিএনপি’র অন্তত ৮ জন নেতা-কর্মী আহত হয়েছে এমন দাবী বিএনপি’র।
পরে ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের বাড়ির সামনে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক।
তবে বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন পাটগ্রামের স্থানীয় আওয়ামীলীগ।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, বিএনপি অফিসে আওয়ামীলীগের নেতা-কর্মীরা গেছেন এমন খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সব সময় চেষ্টা করেছে পরিস্থিতি যেন শান্ত থাকে।
সময় জার্নাল/এলআর