সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
‘মুভমেন্ট পাস’ নেই কেন- এই অযুহাতে পথচলায় বাধা দেয়ার অভিযোগ তুলেছেন অনেক চিকিৎসক। ভুক্তভোগী অনেকেই এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাদের অভিযোগ পুলিশের আইজিপি বেনজির আহমেদের নির্দেশনা তৃণমূল পুলিশ মানছেন না।
মঙ্গলবার বেনজির আহমেদ জানিয়েছিলেন, লকডাউন চলাকালে চিকিৎসক, সাংবাদিকসহ সরকারি জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিদের কোনো মুভমেন্ট পাস নিতে হবে না।
অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, ‘সাংবাদিকদের এই পাস নিতে হবে না। এছাড়া বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস, পানি সরবরাহ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, পৌরসভা ও সিটি করপোরেশনের বর্জ্য অপসরণকারী সদস্যসহ এসব প্রতিষ্ঠানে কর্মরত সদস্যরা জরুরি প্রয়োজনে বের হতে পারবেন।’ যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা রয়েছে।
সময় জার্নাল প্রতিবেদকের হাতে আসা চিকিৎসকদের অভিযোগ সম্বলিত ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট তুলে ধরা হল :
আরেকজন লিখেছেন,
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল