স্পোর্টস রিপোর্টার:
নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধে ভুটানের জালে চার গোল দিয়েছে বাংলাদেশ।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এদিন ম্যাচের তিন মিনিটেই সিরাত জাহান স্বপ্নার গোলে এগিয়ে যায় লাল সবুজের দল। যদিও এর পর পায়ে ব্যাথ্যা নিয়ে মাঠ ছাড়েন স্বপ্না। ভারত ম্যাচের জোড়া গোলদাতার পরিবর্ততে মাঠে এসে দলের হয়ে চতুর্থ গোলটি করেন ঋতুপর্ণা চাকমা।
তার আগে ভুটানের জালে দু’বার বল প্রবেশ করায় বাংলাদেশ। যার একটি আসে অধিনায়ক সাবিনা খাতুনের পা থেকে।
এটি চলতি আসরে বাংলাদেশ অধিনায়কের পঞ্চম গোল। এর আগে মালদ্বীপের বিরুদ্ধে একটি ও পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন সাবিনা। বাংলাদেশের হয়ে প্রথমার্ধে অপর গোলটি করেন কৃষ্ণা রানী সরকার।
এমআই