স্পোর্টস ডেস্ক:
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে সাবিনা-সানজিদারা। প্রমীলা ফুটবলারদের ইতিহাসগড়া অর্জনে পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপাজয়ী দলকে অর্ধ কোটি টাকা পুরস্কার দেয়া হবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ফুটবলারদের পুরস্কার দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতায় বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অর্ধ কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে বিসিবি। ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘নারী ফুটবল দল গোটা জাতিকে গর্বিত করেছে। এটি ঐতিহাসিক অর্জন।’
পাপন বলেন, ‘তাদের প্রচেষ্টার জন্য আমাদের প্রশংসা এবং সমর্থনের চিহ্ন হিসাবে, আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি। এই অর্জন নিঃসন্দেহে দেশের নারী ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা যোগাবে। ’
এমআই